শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০১:১৭ পিএম, ২০২২-০১-২৩
জেসন হোল্ডারের ক্যারিয়ার সেরা টি-টোয়েন্টি বোলিংয়ে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দলের ৯ উইকেটের বড় জয়ে ডানহাতি এই পেসার ম্যাচ সেরাও হন। শনিবার বার্বাডোজের ব্রিজটাউন কেনসিংটন ওভালে প্রথমে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ১০৩ রানে গুটিয়ে যায় ইংলিশরা। জবাবে ১৭ বল বাকি থাকতে এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবীয়রা। ১০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫২ রানের জুটি গড়েন দুই স্বাগতিক ওপেনার ব্র্যান্ডন কিং ও শাই হোপ। আদিল রশিদের বলে হোপ ২৫ বলে ২০ রান করে ফেরেন। তবে ৪৯ বলে ৫২ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে অপরাজিত থাকেন কিং।
তিনি ৪টি চার ও একটি ছক্কা হাঁকান। ২৯ বলে ২৭ রানের হার না মানা ইনিংস খেলেন নিকোলাস পুরান। টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে উইন্ডিজ বোলারদের তোপের মুখে পড়ে সফরকারী ব্যাটাররা। দলের টপঅর্ডারদের ব্যর্থতার পর সর্বোচ্চ ২৮ রান করেন ক্রিস জর্ডান। এছাড়া রশিদ করেন ২২ রান। হোল্ডার ৩.৪ ওভারে এক মেডেন ও ৭ রানের বিনিময়ে ৪টি উইকেট তুলে নেন। ২০ ওভারের ক্রিকেটে এটিই তার সেরা বোলিং। এর আগে ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে প্রোভিডেন্সে ২৬ রানে ৪ উইকেট ছিল তার আগের সেরা। এছাড়া শেলডন কোটরেল ২টি উইকেট দখল করেন। আগামীকাল একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে।
স্পোর্টস ডেস্ক : একটি বাউন্সার সাকিব আল হাসানের হেলমেটে লাগানোর পরই যেন উজ্জীবিত হয়ে উঠেন আসিথা ফার্নান্ডো। ঠিক ন...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) আগামী মৌসুমে কিলিয়ান এমবাপেকে ক্লাবে রাখার আশা ছেড়ে দিয়েছে। তা...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : লিভারপুল হারলেই সব হিসেব নিকেশ শেষ হয়ে যেতো। এক ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত হয়ে যেতো ম্যানচেস্...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : চলতি চট্টগ্রাম টেস্টে বৃষ্টির পূর্বাভাস ছিল আগেই। তবু প্রথম তিনদিন কোন বাধা ছাড়াই মাঠে গড়িয়েছে খ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : টেস্টে প্রত্যাবর্তনটা কি স্মরণীয় করে রাখতে যাচ্ছেন নাইম হাসান? দীর্ঘ ১৫ মাস পর টেস্ট দলে ফেরা এই অ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার ক্রিকেট তারকা ও দুইবারের বিশ্বকাপজয়ী অ্যান্ড্রু সাইমন্ডস গাড়ি দুর্ঘটনায় নিহত ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2022 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited